মোঃ ইসমাঈল হোসেন (মাস্টার), গাজীপুর: ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে সমবায় বিভাগ, গাজীপুরের আয়োজনে অাজ শনিবার গাজীপুর জয়দেবপুরস্থ প্রকৌশলী ভবনের পঞ্চম তলায় গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী বহুমূখি সমবায় সমিতি লি. এর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় পতাকা, সমবায় পতাকা, পায়রা ও বেলুণ উড়িয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠান শুভ উদ্ভোধন করা হয়।
জেলা প্রশাসক গাজীপুর, জনাব এস এম তরিকুল ইসলামের সভাপতিত্ব আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এড. আ ক ম মোজাম্মেল হক এমপি।
বিশেষ অতিথি হিসেবে সমবায়ের গুরুত্ব তুলেধরে সভায় বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, আলহাজ্ব এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জনাব খন্দকার লুৎফুল কবির পিপি এম (সেবা)
আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগ সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, এডভোকেট মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর। গাজীপুর মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য বৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা সভাশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় জেলায় সমবায় খাতে বিশেষ ভূমিকা রাখায় পাঁচজন বিশিষ্ট ব্যাক্তি ও ১৩ টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।