রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা শেষের দিকে গ্রহণ করা ভোটের ফলাফল জানানোর ফলে জর্জিয়ায় বাইডেনের চেয়ে ডনাল্ড ট্রাম্পের এগিয়ে থাকার হার আবারো কমেছে। ডেমোক্রেট অধ্যুষিত ফুলটন কাউন্টির ভোট আপডেট করার পর জো বাইডেনের চেয়ে ট্রাম্প এখন ১৪,৮৫৭ ভোটে বা মোট ভোটের ০.৩ শতাংশে এগিয়ে রয়েছেন।
এদিকে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়ার এক বিচারক রাজ্যে ‘অনুপস্থিত ব্যালট’ নিয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরের করা মামলা বাতিল করে দিয়েছেন। নির্বাচনী কর্মকর্তারা জর্জিয়ায় অবৈধ ব্যালট গণনা করার চেষ্টা করছেন, ট্রাম্পের প্রচারণা শিবির এমন যুক্তি দেখানোর চেষ্টা করছিল।
যখন ওই দাবি প্রমাণের জন্য চাপ দেয়া হয়, তখন অবশ্য তারা কিছু দাখিল করতে পারেনি। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা শিবির একাধিক ব্যাটলগ্রাউন্ড রাজ্যে আইনি চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করছে, তবে মনে হচ্ছে তারা এক্ষেত্রে খুব বেশি কিছু করতে পারছে না। একাধিক রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা ফলাফল চূড়ান্ত করার আগে প্রতিটি বৈধ ব্যালট গণনা করার উপর গুরুত্বারোপ করছেন।