বৃষ্টি
——-শারমিন সুলতানা মিতু
সাঁঝের বেলায় কেন আকস্যাৎ
আসিয়াছিল ঝুম বৃষ্টি।
পলক হেরে না এ কি বুঝিয়াছি
তোমার প্রতি মোহময় দৃষ্টি।
ভাবনার জাল বিছাইয়া
নয়ন মেলিয়া বসিয়া বাতায়নে
তোমার স্থির চিত্র মনে ভাসাইছে
ভাবনার সংগোপনে।
বৃষ্টি যে লুকাইয়া কি কথা বলে
বুঝিতে ঠাঁই দেরি ,
-এ বোঝে কার সাধ্য?
বৃষ্টি তুমি কি বলিলে ?
বোধগম্যে হইয়াছি ব্যর্থ।
তুমি কেন জানিলে না সে-ই যে আরাধ্য।
বার বেলায় তুমি আসিয়া
বানাইলে মোর ভাবুক
তোমার ফোঁটায় ফোঁটায় ঝাঁপাইয়া
অনুভূতি গুলো তীব্র বেগে আসুক।
প্রেম এসে ছুঁয়ে যাক
আমার শরীরের রন্ধ্র রন্ধ্র।
আমি নাহয় কবিগীরি ছেরে
হলাম একটু অনন্য প্রাণবন্ত ।