রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেনের সভাপতিত্বে শ্রীপুর পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল আলম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, সহকারী পুলিশ সুপার আল মামুন, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ফকির ও সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাংগী প্রমুখ।
পুলিশ সুপার বলেন, পুলিশের একার পক্ষে শতভাগ মাদক নির্মূল সম্ভব নয়, তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূলে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধান অতিথি বলেন, পুলিশী কার্যক্রম সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি পুলিশের বিকল্প নেই। মাদক নির্মূলসহ সকল অপরাধ দমনে কমিউনিটি পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।