মোঃ ইসমাঈল হোসেন(মাস্টার): অদ্য ৩১ অক্টোবর শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষ্যে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আজাদ মিয়া।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খন্দকার লুৎফুল কবির (পিপিএম সেবা) কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
কমিউনিটি পুলিশিং সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস. এম. তরিকুল ইসলাম জেলা প্রশাসক,গাজীপুর। আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব তুলে ধরে এস এম তরিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ সময় আরো বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম শরিফুল ইসলাম, প্রবীণ আওয়ামীলীগ নেতা এ্যাড মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, সড়ক পরিবহন শ্রমিক নেতা সুলতান আহমেদ সরকার, এ্যাড সাইফুল হোসেন, অধ্যপক মহিউদ্দিন আহম্মেদ মহি, বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, জিসিসি সংরক্ষিত কাউন্সিলর এ্যাড. আয়েশা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আশরাফ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ড পর্যায় কমিউনিটি পুলিশিং সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভন্ন শ্রেণি পেশার মানুষ।