কোরআন অবমাননায় বুড়িমারীতে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

Slider গ্রাম বাংলা


কামরান হাবিবঃ রংপুর: ২৯ নভেম্বর বিকেলে আসরের নামাজের পর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কেন্দ্রীয় (বাজার) মসজিদে ঢুকে পবিত্র কুরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে অজ্ঞাত দুই ব্যক্তি।অপরিচিত লোক দুজন মোটর সাইকেল এ এসে মসজিদে ঢুকে কোরআনের উপর পা রেখে মসজিদের মোয়াজ্জিন ও ইমামকে অস্ত্র বের করতে বলে। তারা বলে যে মসজিদে অস্ত্র আছে বের করেন। পরে লোক জানাজানি হলে ঐ দুজনকে আটক করে ইউনিয়ন পরিষদে হেফাজতে নেওয়া হয়।সন্ধ্যায় উত্তেজিত লোকজন ইউনিয়ন পরিষদ ভাংচুর করে ঢিল ও লাঠি দিয়ে মারতে মারতে একজনকে মেরে ফেলে। ঐ ব্যক্তিকে ছবি- গেঞ্জি পরিহিত) আগুন দিয়ে পুড়িয়ে দেয় ও মোটরসাইকেল টি জ্বালিয়ে দেয়। রাস্তার মোড়ে মোড়ে পেট্রোল এবং টায়ারে আগুন দিয়ে বিক্ষুদ্ধ জনতার প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ মোতায়েন রয়েছে।সর্বশেষ সংবাদে সবকিছু প্রশাসনে নিয়ন্ত্রণের বাইরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এবং বুড়িমারী ও আশেপাশের এলাকায় প্রশাসন কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *