গাজীপুরঃ গাজীপুর জেলা জামায়াতের আমীর আবুল হাসেম(৮৫) খান ও মহানগর জামায়াতের অর্থসম্পাদক মোঃ নাসরুল্লাহ(৭৫)কে ১০ টি পেট্রোল বোমা সহ ও ২০ দলীয় জোটের মোট ১৪জনকে মঙ্গলবার আটক করা হয়েছে। নেতাকমীদের আটকের প্রতিবাদে বুধবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে মহানগর ও জেলা জামায়াত।
মঙ্গলবার(২৭জানুয়ারী) সন্ধায় জেলা আমীর আবুল হাসেম খান ও মহানগর অর্থসম্পাদক মোঃ নাসরুল্লাহকে পুলিশ মহানগর এলাকার নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে। এর আগে আদালতে হাজিরা দিতে গেলে মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আফজাল হোসাইনসহ ৮নেতাকর্মীকে জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো হয়। মঙ্গলবার সারাদিন অভিযান চালিয়ে পুলিশ ২০দলীয় জোটের আরো ৪জনকে আটক করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমকতা(ওসি) রেজাউল হাসান জানান, আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত দুই আমীরের দখল থেকে ১০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ, সেক্রেটারি খায়রুল হাসান ও জেলা জামায়াতের সেক্রেটারি ড. জাহাঙ্গীর আলম এক যুক্ত বিবৃতিতে এ হরতাল আহবান করেন। ২০ দল হরতালের প্রতি সমর্থন জানিয়েছে।
এদিকে সন্ধায় মহানগরের জয়দেবপুর, বাসন, কোনাবাড়ী, বোর্ডবাজার, টঙ্গি সহ বিভিন্নস্থানে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করেছে জামায়াত-শিবির। দুপুরে টঙ্গীতে রেললাইনে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়িতে রাস্তায় আগুন দিয়ে অবরোধ করে ছাত্র শিবির।
এছাড়া মঙ্গলবার অভিযান চালিয়ে পুলিশ বিএনপির আরো ৪ নেতাকর্মীকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।