ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি মৃত নবজাতককের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনের খোলা জায়গা থেকে তা উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে তা উদ্ধার করে। বেশ কয়েক দিন আগে শিশুর মরদেহ এখানে ফেলে যাওয়া হয়েছে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা জেনেছি। করোনা দুর্যোগের সময় মানবশিশুর মরদেহ এভাবে ফেলে যাওয়াা খুবই দুঃখজনক।