রাতুল মন্ডল শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে প্রশাসনের হস্থক্ষেপে প্রায় ২২ বছর পর ভূমিহীন সত্তরোর্ধ্ব বৃদ্ধা আবুল কাশেম সরকারি বন্দোবস্তকৃত জমি ফিরে পেয়েছেন।
মঙ্গলবার সকাল শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিনের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে সহযোগিতা করেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
পরে অবৈধ দখলদাদের স্থাপনা গুঁড়িয়ে দিয়ে মুক্ত করা হয় ওই বৃদ্ধার ৭০ শতাংশ জমি। এসময় নিবার্হী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন বলেন, ১৯৯৪ সালে ভূমিহীন আবুল কাশেমকে সরকার ৭০ শতাংশ জমি বন্দোবস্ত দেয়। পরে তিনি ওই জমিতে বাড়ি ঘর নির্মান করতে গেলে স্থানীয় আজাহার প্রধান ও সোলায়মান প্রধানসহ কিছু লোকজন বাঁধা দেয়। এরপর থেকে ভূমিহীন আবুল কাশেম তার সরকারি বন্দোবস্তকৃত জমির দখল পাননি। দীর্ঘ ২২ বছর আদালতে মামলা চলার পর অবশেষে উচ্চ আদালতের নির্দেশে প্রশাসন তাঁর জমি ফিরিয়ে দিয়েছে।