ঢাকা: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমানের দাফন হবে রাজধানীর বনানী কবরস্থানে। ইতোমধ্যেই শুরু হয়েছে গোরখননের কাজ।
বনানী কবরস্থানের বি ব্লকের ১৮ নম্বর সারিতে অবস্থিত এই কবরের নম্বর ১,৮৩৮/১৪৭ বলে জানিয়েছে বনানী কবরস্থানের একটি সূত্র।
গোরখোদককারীরা হলেন আবদুর রহমান, জিতু মিয়া, জসিম, জালাল, সৈয়দ আলী, মজীদ মিয়া, কালাম ও শফিউল্লাহ।
গুলশান-বনানীর এলাকা নিয়ে ডিসিসি ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল আলিম নকী বলেন, বনানী কবরস্থানে দাফনের অনুমোদন পাওয়ার পর আরাফাত রহমান কোকোর জন্য কবর খোঁড়ার কাজ শুরু হয়। এ জায়গা নেওয়ার দায়িত্ব আমার ছিলো। এখানে আগে কোনো কবর দেওয়া হয়নি। এটা নতুন জায়গা।