মোঃ আবু বক্কর সিদ্দিক (সুমন), উত্তরা প্রতিনিধি
রাজধানীর তুরাগে বামনারটেক এলাকায় একটি ওষুধ তৈরি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-৪ এর একটি দল। ওই ওষুধ তৈরি ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের নাম ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরি। র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে আজ দুপুরে অভিযান চালানো হলে ১৪-১৫ রকমের ইউনানী ওষুধ প্রস্ততসহ যৌন উত্তেজক ওষুধের সন্ধান পায় তারা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কারখানাটিতে অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জানান, ‘লাইসেন্সবিহীন ইউনানি ওষুধ তৈরির ফ্যাক্টরিতে যৌন উত্তেজক ভিটামিন ও মিনারেলসহ ১৪-১৫ আইটেমের ওষুধ তৈরি করা হচ্ছে। তাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো ধরনের অনুমোদন নেই। প্রতিষ্ঠানটিতে নেই কোনো মাননিয়ন্ত্রণ ব্যবস্থা। কেমিস্ট ও হেকিম নেই। একটি ওষুধ তৈরির কারখানায় যে ধরনের মান ও পরিবেশ থাকা দরকার, তার কোনো বালাই এখানে নেই।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘অত্যন্ত মানহীন এবং নোংরা পরিবেশে অননুমোদিতভাবে ওষুধ তৈরি করে আসছিল ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরি। এজন্য প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় কাগজপত্রের ক্ষেত্রেও জালিয়াতি করেছে।’
জানা যায়, ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরিতে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করত। যেগুলোতে গাছগাছড়ার পরিবর্তে ক্যাফাইন, স্যাকারিনসহ বিভিন্ন ধরনের রসায়নিক দ্রব্য ব্যবহার করা হতো। যা মানবদেহের জন্য ক্ষতিকর। তাছাড়া ওষুধে যে রং ও সুগন্ধি ব্যবহার করা হতো, তা-ও মানসম্মত ছিল না।