ঢাকা:বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর পল্টন মোড়ে ২৯ ডিসেম্বর গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।৩ দিনের রিমান্ডে মির্জা ফখরুল
মঙ্গলবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত করিম মির্জা ফখরুলের ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাসুদ শেখ ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে মির্জা ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া তার রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। আদালত তার জামিনের আবেদন নাকচ করে দেন।
গত ৪ জানুয়ারি পল্টন থানায় দায়ের করা গাড়ি ভাংচুর এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। এরপর গত ৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে বের হওয়ার সময় মির্জা ফখরুলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের একদিন পর জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুলকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদনসকরা হয়। তবে আদালত তাকে ১০ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।