উত্তরায় মালিক শ্রমিক ঐক্য নেতাদের সাথে হাবিব হাসানের মত বিনিময়

Slider গ্রাম বাংলা


মোঃ আবু বক্কর সিদ্দিক (সুমন), উত্তরা প্রতিনিধি:
ঢাকা-১৮ আসনে নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব হাবিব হাসানের সাথে মত বিনিময় সম্পন্ন করেছে বৃহত্তর উত্তরা-তুরাগ শাখা, ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। গতকাল (২০ অক্টোবর) রাতে উত্তরা ১২নং সেক্টর সংলগ্ন খালপাড় ট্রাক স্ট্যান্ডে এক দোয়া অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে হাবিব হাসানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হলে রাতে স্থানটিতে তিনি উপস্থিত হন। মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী আবুল হাসেমের সভাপতিত্বে আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি ৪৯, ৫০, ৫১, ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। পাশাপাশি ৫২,৫৩,৫৪ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কমলা রানী মুক্তা উপস্থিত ছিলেন। এছাড়াও তুরাগ ও উত্তরা থানা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আয়োজনটিতে উপস্থিত হন।

রাত সাড়ে এগারটার পর মত বিনিময় ও দোয়া অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে সকলের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান বলেন, ‘তৃণমূলের গুরুত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো করেই বুঝেন। আর তাই তৃণমূল থেকে বাছাই করে আমাকে মনোনীত করেছেন। আপনারা যারা শ্রমিক রয়েছেন তারাই তৃণমূলের নিবেদিত প্রাণ। এত রাতেও আপনারা আমার জন্য বসে আছেন। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে।’ এ সময় তিনি ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য সবাইকে অনুরোধ জানান।

আয়োজনটিতে সভাপতির বক্তব্যে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী আবুল হাসেম বলেন, ‘হাবিব হাসান আমাদের তুরাগের সন্তান। স্বাধীনতার পর এই প্রথম তুরাগের কোন সন্তান মহান জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি হয়ে প্রবেশ করবে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং একই সাথে বিরাট গর্বের বিষয়।’ তিনি বলেন, ‘হাবিব ভাইয়ের কাছে আমাদের একটাই দাবী, আমার শ্রমিক ভাইয়েরা যেন সুখে-দুঃখে আপনাকে পাশে পায়।’

মতবিনিময় সভায় উপস্থিত বরিশাল সোসাইটির সভাপতি শাহ আলম বলেন, ‘ঢাকা-১৮ আসনে হাবিব হাসানের জয় মানেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়, ঢাকা-১৮ আসনে হাবিব হাসানের জয় মানেই বঙ্গবন্ধুর স্বপ্নের জয়, ঢাকা-১৮ আসনে হাবিব হাসানের জয় মানেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জয়। আর সর্বোপরি, ঢাকা-১৮ আসনে হাবিব হাসানের জয় মানেই এই বাংলাদেশের আঠার কোটি মানুষেরই জয়।’ তিনি আরো বলেন, ‘আর এই জয়কে ত্বরান্বিত করতে আমরা বৃহত্তর উত্তরার সবাই আলহাজ্ব হাবিব হাসান মামার পাশে এখনও যেভাবে দাঁড়িয়েছি, ভোটের মাঠে শেষ দিন পর্যন্ত হাবিব হাসান মামার পাশে থাকব ইনশাআল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *