গফরগাঁও উপজেলায় সংবাদকর্মীর উপর হামলা

Slider বিনোদন ও মিডিয়া


গফরগাঁও(ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলা খাদ্য খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে নানা অনিয়মের বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মাজাহারুল ইসলাম রাজু । তিনি বাংলাদেশ বুলেটিন গফরগাঁও উপজেলা প্রতিনিধি । গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে ৮ নং গফরগাঁও ইউনিয়ন হাতিরখোলা বাজারে মজনু চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে । স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম খোকনের নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা এই সাংবাদিকের উপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে । ঘটনার পর পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন । খোঁজ নিয়ে জানা যায় চাল চুরি এবং ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে নানা অনিয়মের বিষয়ে প্রতিবেদন করতে গতকাল (মঙ্গলবার) সকাল আটটায় হাতিখলা বাজারে যান রাজু । ৩০ কেজি চালের পরিবর্তে ২৫ কেজি চাল দেওয়ায় এক মহিলা এই নিয়ে প্রতিবাদ করে । সাংবাদিক রাজুর অভিযোগ চেয়ারম্যান শামসুল অালম খোকনের বিরুদ্ধে দরিদ্র মানুষের জন্য বরাদ্দ চাল না দেওয়া এবং অাত্মসাতের অভিযোগ করে অাসছেন স্থানীয়রা । প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান,ইউপি চেয়ারম্যানের লোকজন দোকান থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে এনে মারধর করতে থাকে । ইউপি চেয়ারম্যানকে একাধিক বার ফোন করলে তিনি ফোন ধরেননি । গফরগাঁও উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অনুরূপ বিশ্বাস বলেন,অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে অাইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *