গুলশান কার্যালয় থেকে: ছেলের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেখা করতে আসেন বিএনপি নেত্রী আসিফা আশরাফি পাপিয়া ও রেহেনা আক্তার রানু। তবে নিরাপত্তা জনিত কারণে প্রবেশ করতে না দেওয়ায় হতাশ হয়ে ফিরে যান তারা।
খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) বাধার মুখে তাদের ফিরে যেতে হয়।
জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে দশটার দিকে অন্যান্য নেতাকর্মীর সঙ্গে পাপিয়া ও রানু গুলশান কার্যালয়ের সামনে আসেন। এ সময় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ আসা উপলক্ষে নিরাপত্তা জোরদার করায় তাদের ফিরিয়ে দেন সিএসএফ সদস্যরা।