গাজীপুর: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির গাজীপুর মহানগর শাখার নতুন কমিটি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এক গ্রুপ শহরে আনন্দ র্যালী করেছে। অন্য গ্রুপ সাংবাদিক সম্মেলন করে নতুন কমিটি বাতিলের দাবী করেছে। ফলে দুই গ্রুপে উত্তেজনা দেখা দিয়েছে।
আজ রোববার সকাল ১০ টায় গাজীপুর শহরে গাজীপুর মহানগর জাতীয় পার্টির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল হয়। পুলিশি প্রহড়ায় এই র্যালী রাজবাড়ি রোড প্রদক্ষীন করে। র্যালীতে গাজীপুর মহানগর জাতীয় পার্টির নতুন সদস্য সচিব মোশারফ হোসেন নেতৃত্ব দেন। সাথে ছিলেন কেন্ত্রীয় নেতা শেখ মাসুদ, স্থানীয় নেতা এডভোকেট মনোয়ার হোসেন, মো: জহির, পবন প্রমূখ। র্যালীতে নতুন আহবায়ক সাবেক সচিব এম এন নিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন না।
এ দিকে গত বৃহসপতিবার জাতীয় পার্টির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এক সাংবাদিক সম্মেলন করে নিয়াজ- মোশারফের নেতৃত্বে নতুন মহানগর কমিটি বাতিলের দাবী জানান।
ফলে গাজীপুর মহানগর জাতীয় পার্টির নতুন কমিটি নিয়ে দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা বিরাজ করছে।