ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা নির্বিঘ্ন নিরাপত্তা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সকাল থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকা ঘিরে থাকবে তিন স্তরের পুলিশি নিরাপত্তা। সাদা পোশাকে থাকবে বিভিন্ন সংস্থার গোয়েন্দা দল।
মঙ্গলবার বাদ আসর বায়তুল মোকাররমে কোকোর জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর তাকে বনানীতে দাফন করা হবে বলে বিএনপি সূত্র জানায়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী কয়েকজন শীর্ষ কর্মকর্তা জানান, কোকোর জানাজা সমবেত লোকজনকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। তবে সেখানে সমবেত হয়ে কেউ অপ্রীতিকর ঘটনায় সম্পৃক্ত হলে কোনো ছাড় দেবে না পুলিশ।
তবে গোয়েন্দা তথ্য আছে- জানাজায় সমবেত হওয়ার নামে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি চেষ্টা করতে পারেন কেউ কেউ। তাই সেই বিষয়টি মাথায় রেখেই সেখানে থাকছে নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়া মঙ্গলবার পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে সারা দেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন। সেই বিষয়টি চিন্তায় রেখেই গুলিস্তান, পল্টন, বিজয়নগর, শান্তিনগর, মালিবাগ, শাহজাহানপুর, ফকিরাপুল ক্রসিংসহ আশপাশ এলাকায় থাকবে অতিরিক্ত নিরাপত্তা বলয়।
পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।