মৌলভীবাজারে চা বাগানে পানির কূপ থেকে একটি গরু উদ্ধার করতে গিয়ে দু’জন চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে পানির কূপের মাঝে হঠাৎ করেই চা শ্রমিক দূর্গাচরণ বাউড়ির গরুটি পড়ে যায়।
এ সময় গরুটি উদ্ধারে নিজেই কূপের ভেতরে নামেন দূর্গাচরণ। পরে চাচাকে দেখে ভাতিজা রাজু বাউড়িও কূপের মধ্যে নেমে যায়।
পরে দীর্ঘ সময় সাড়া শব্দ না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস কূপ থেকে তাদের লাশ উদ্ধার করে।