২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৬০০

Slider জাতীয়


বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন আরো ১৬০০ জন।

দেশে এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫৬০৮ জনের মৃত্যু হলো। আর এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসেবে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১১.৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১৭৮০ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ২২৯ জন। প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৭.৮১ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২১ লাখ ২৬ হাজার ৫৫২ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৯ জন পুরুষ আর নারী ছয়জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *