হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৫ হাজার তাল গাছের চারা রোপন কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার ১৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারা রোপনের মধ্য দিয়ে জেলা প্রশাসক আবু জাফর আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ও দুর্যোগ মোকাবেলায় সরকারের উদ্যোগকে আরও গতিশীল করার উদ্দেশ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক আবু জাফর।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ,
উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন,উপজেলা কৃষি অফিসার সৈয়দা সিফাত জাহান এবং সরকারী করিম উদ্দিন পাবলিক কলেজের সহকারী অধ্যাপক ও কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব মোঃ মিজানুর রহমান প্রমুখ।