ঢাকা: ফরিদপুর-৪ আসনের আলোচিত এমপি মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আজ বেলা ১১টার দিকে চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে গতকালই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছিলেন, এমপি নিক্সনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়ে গেছে। আজ (বুধবার) অথবা কাল (বৃহস্পতিবার) মামলা হবে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ মামলা করা হলো।
সম্প্রতি চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের ডিসি অতুল সরকারকে ‘দাঁতভাঙা জবাব’ দেয়ার হুমকি দেন স্বতন্ত্র এই এমপি। এছাড়া চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন করে সহকারী কমিশনার (ভূমি)- এসি ল্যান্ডকে গালিগালাজ করেন তিনি।