গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগর শাখার নেতারা। আসন্ন সারদীয় শ্রী শ্রী দুর্গাপূজা পালন করার জন্য প্রতিটি মন্দিরে ২৫ হাজার করে টাকা দেয়া হবে- বলে জানিয়েছেন মেয়র আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বুধবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা পালন করার জন্য প্রতিটি মন্দিরে ২৫ হাজার করে টাকা দেয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের ফলে এই উৎসব সর্বজনীন উৎসবে রূপ লাভ করে। এই মহানগরের সকল লোক আমার আমানত। যেসব মন্দির নিয়ে ঝামেলা আছে সেগুলো আমরা বসে মিমাংশা করবো। উৎসব চলাকালীন সময়ে ষড়যন্ত্রকারীদের দ্বারা যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সূত্রপাত না হয় সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমারা শান্তিপুর্ণভাবে রাস্তার কাজগুলি ধরছি। আপনারা জানেন শহর বানাতে হলে রাস্তা লাগে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগর শাখার সভাপতি শ্রী অরুন কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্রী নারায়ন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার, সদর মেট্রো থানা সহ-সভাপতি বাপ্পী দে, সাধারণ সম্পাদক শংকর দে, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বণিক, পুবাইল থানা সভাপতি সুনীল দেবনাথ, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা, কোনাবাড়ী থানা সভাপতি সঞ্জিত দে, সাধারণ সম্পাদক শুভজিৎ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর সরকার, জয়দেবপুর পূর্ব মধ্যপাড়া সার্বজনীন দুর্গা মন্দির সভাপতি খোকন চন্দ্র দে, সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দে, ছায়াবীথি মধ্যপাড়া সার্বজনীন শিপ্রা স্মৃতি পূজা মন্ডপ সাধরণ সম্পাদক দেবদুলাল ঘোস, গৌরাঙ্গ মন্দির ও শ্রীশ্রী দুর্গা মন্দির সভাপতি অভিজিৎ দাসসহ মহানগরের সকল থানার নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সচিব মোঃ মোস্তফিজুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান (হাজী মনির) প্রমুখ।