ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড: প্রধানমন্ত্রী-কে ধন্যবাদ জানিয়ে সিলেটে ছাত্রলীগের আনন্দ মিছিল

সিলেট

সিলেট প্রতিনিধি :: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে মন্ত্রিসভায় সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় এক আনন্দ মিছিল বের করে। মিছিলটি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহন করেন- সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহানগর আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান খোকন, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি তাজ উদ্দিন খান আলম, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি মোশাররফ হোসেন জাকির, উসমানী নগর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রিপন, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফারুকুল ইসলাম ফারুক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জুমাদিন আহমদ, সিলেট মহানগর যুবলীগ নেতা সালেহ আহমদ লিমন, সিলেট জেলা যুবলীগ নেতা আরিফ আহমদ সুমন, জেলা যুবলীগ নেতা দুলাল রাজ, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবা আজাদ, মহানগর যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সাবের, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, জালালাবাদ থানা ছাত্রলীগের সভাপতি আলী বাহার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক জাহেদ, যুবলীগ নেতা মামুনুর রশিদ মামুন, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য সাফায়াত খান, সাবেক সদস্য কিশোয়ার জাহান সৌরভসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *