গাজীপুর: কেন্দ্রিয় কমসূচির অংশ হিসেবে আরাফাত রহমান কোকোর গায়েবানা
জানাযা মঙ্গলবার সকাল ১০টায় গাজীপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে
অনুষ্ঠিত হবে।
সোমবার(২৬ জানুয়ারী) বেলা দুইটায় এই সংবাদ নিশ্চিত করেছেন গাজীপুর জেলা
জাসাসের সভাপতি অভিনেতা সৈয়দ হাসান সোহেল।
সোহেল গ্রামবাংলানিউজকে বলেন, মঙ্গলবার সকাল ১০টায় গাজীপুর জেলা বিএনপি
কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় গায়েবানা জানাযায় জেলার শীষ নেতারাও উপস্থিত
থাকবেন। জানাযা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি প্রশাসনের সহযোগীতা কামনা
করেন।
রোববার গাজীপুর জেলা বিএনপির কাযালয়ে জেলা জাসাস কোকোর মৃত্যুতে
কোরানখানি ও মিলাদের আয়োজন করে।
প্রসঙ্গত: বিএনিপর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছোট ছেলে আরাফাত রহমান
কোকো মালয়েশিায়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার বাংলাদেশ সময় বেলা
৩টায় মারা যান। মঙ্গলবার তার লাশ বাংলাদেশে আসার কথা রয়েছে।