কালিয়াকৈরে অপরহণের ২৬ দিন পর তুরাগ নদী থেকে লাশ উদ্ধার

গ্রাম বাংলা

child jara
জাহাঙ্গীর আলম

কালিয়াকৈর করেসপন্ডেন্ট

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকার তুরাগ নদ থেকে ৩ বছর
বয়সের এক শিশুকে অপরহণের ২৬ দিন পর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(২৬ জানুয়ারী)  সকাল ১১টার দিকে থানা পুলিশ এলাকাবাসীর সংবাদের
ভিত্তিতে তুরাগ নদে ভাসমান ওই শিশুটির গলিত লাশ উদ্ধার করে।

এঘটনায় ১৮ জানুয়ারী রাতে এলাকাবাসী দুই নারীসহ ৩জন কে আটক করে থানা
পুলিশে সোপর্দ করে। ১৯ জানুয়ারী কালিয়াকৈর থানায় আটকৃতদের বিরুদ্ধে
পাচারের উদ্দেশ্যে ওই শিশু চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার চাপাইর এলাকার মোবারক হোসেনের মেয়ে
রুশনাথ জারা(০৩) ১জানুয়ারী বৃহস্পতিবার নিঁখোজ হয়।  ২ জানুয়ারী কালিয়াকৈর
থানায় ওই শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডাইয়েরী করা হয়। ১৮ জানুয়ারী
এলাকাবাসী অন্য এক শিশুর মাধ্যমে জানতে পারেন ওই শিশুটি পাশের মোসলেম
উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়ারা পাচারের উদ্দেশ্যে অপহরণ করেছে। ওই শিশুর দেয়া
তথ্য অনুযায়ী এলাকাবাসী দুই নারীসহ ৩ জনকে আটক করে । জিজ্ঞাসাবাদে
শিশুটিকে অপহরণের কথা স্বীকার করলেও শিশুটির সন্ধান জানা যায়নি।

আটককৃতরা হচ্ছেন,মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকার আনোয়ার
হোসেনের স্ত্রী মালা বেগম(২৬), একই এলাকার সাদ্দাম বেপারী স্ত্রী রীনা
বেগম(৩০)এবং মালার স্বামী আনোয়ার হোসেন(৩০)। ১৯ জানুয়ারী আটককৃতদের থানা
পুলিশে সোপর্দ করলে পুলিশ শিশুর দাদা লাল মামুদকে বাদী করে শিশুর চুরির
মামলা দেখিয়ে পরে দিন আটককৃতদের জেল হাজতে পাঠায়।

অপহৃতের বাবা মোবারক হোসেন জানান,আটককৃত রীনার ভাতিজি ১০/১২বছরের শিশু
সুরমীর মাধ্যমে জানতে পারে যে আটকৃতরা ওই দিন রাতেই জারাকে অন্যত্র সরিয়ে
নেয়। পরে এলাকাবাসী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকারোক্তি দেয়।
পরে তাদের থানা পুলিশে সোপর্দ করে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ রাজিব খান ঘটনার সত্যতা নিশ্চিত
করে  জানান, এঘটনায় শিশু পাচারের উদ্দেশ্যে চুরির মামলা হয়েছে । মামলায়
৩জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *