ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে একটি পরিত্যাক্ত মুরগির খামারে আজ শনিবার বিকেলে পেট্রোল বোমা তৈরিকালে ঝলসে গেছে চার যুবলীগকর্মী। এর আগে শহরের সহদেবপুরে বোমা তৈরির সময় জাহিদ নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার বিকেলে উত্তর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিপুলের পরিত্যক্ত মুরগীর খামারে পেট্রোল বোমা তৈরি করছিল কয়েকজন যুবলীগকর্মী। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ বিষ্ফোরণে বোমার কারিগরদের মুখমণ্ডলসহ পুরো দেহ ঝলসে যায়। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘটনাস্থলে এসে আহত অবস্থায় উত্তর লীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২), একই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে রিপন (৩৫), ছিদ্দিকুর রহমানের ছেলে শাহআলম (২৮) ও মো: ইদ্রিসের ছেলে জামালকে (২৫) উদ্ধার করে ফেনীতে পাঠায়। এদের মধ্যে সাইফুল ও রিপনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের একজন শহরের ট্রাংক রোডের একটি প্রাইভেট কিনিকে ও অন্যজন গোপনে চিকিৎসা নিচ্ছে।
সিনিয়র পুলিশ সুপার (সার্কেল) মুহাম্মদ শামসুল আলম সরকার পেট্রোল বোমা তৈরিকালে কয়েকজন দুষ্কৃতিকারী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।