সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে জিনের বাদশা পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। মধুপুর থানাধীন আকাশী গ্রামের শাকিলা বেগমকে গত ০৭ দিন পূর্ব হইতে ঐ প্রতারক আসামী আল্লাহ ওলি ও জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করিতেছিলেন।
গ্রেফতারকৃত ঐ প্রতারক প্রতারণা পূর্বক শাকিলা বেগমের নিকট হতে বিকাশের মাধ্যমে ২২৫০০ টাকা আত্নসাৎ করেছেন।
গত বৃহস্পতিবার (০৮ ই অক্টোবর) আল্লাহ ওলি ও জিনের বাদশা চক্র শাকিলা বেগম এর নিকট হতে তিন ভরি স্বর্ণালংকার নিতে এলে হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম হচ্ছে শ্রী উজ্জল চক্রবর্তী (৩৫)। তার পিতা শ্রী কুদিরাম চন্দ্র চক্রবর্তী, সাং-সাহেবগঞ্জ, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা।
মধুপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, “জিনের বাদশা পরিচয় দেওয়া ঐ প্রতারককে গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”