মোঃ ইসমাঈল হোসেন (মাস্টার): খোরশেদ আলম ২০০৪ সালে ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করে কৃষিতে মননিবেশ করেন। একজন সফল কৃষক হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছেছেন।
তিনি গতানুগতিক ধান চাষের বাইরে জমিতে উচ্চ ফলনশীল জাতের সবজি চাষ করে সফল হন। তার দেখা দেখি এলাকার অন্যান্য কৃষক সবজি চাষে উদ্বুদ্ধ হয়ে আর্থিকভাবে লাভবান হয়। চলতি বছর কয়েক দফা বন্যায় যখন ফসল ক্ষতিগ্রস্ত তখন খোরশেদ আলম তার ১৮ শতক উচু জমিতে লাউ চাষ করে ভালো ফলন পান। বাজারমূল্য ভালো হওয়াতে ইতিমধ্যেই ২৫ হাজার টাকা বিক্রি করেছেন। আবহওয়া ভালো থাকলে ১৮ শতক জমি থেকে দেড় লক্ষাধিক টাকা বিক্রি করতে পারবেন বলে জানান কৃষক খোরশেদ আলম।