কক্সবাজার: কক্সবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলায় যোগদানের ১০ দিনের মাথায় আজ শনিবার সকালে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। শুক্রবার তিনি নমুনা দিয়েছিলেন। কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ও করোনা পরীক্ষা টিমের সদস্য ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল অন্যদের সঙ্গে পুলিশ সুপার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তবে তার শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না।
পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, আমি সুস্থ আছি। এরপরও করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম। রিপোর্ট যেহেতু পজিটিভ এসেছে, এখন হোম আইসোলেশনে আছি।
চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন চলছে। আল্লাহর রহমতে শারীরিকভাবে সুস্থ ও ফিট রয়েছি।
উল্লেখ্য, গত ২৩শে সেপ্টেম্বর মো. হাসানুজ্জামান কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।