ঢাকা: বিএনপির ডাকা লাগাতার অবরোধে সহিংসতার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি অগ্নিদগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (জানুয়ারি ২৫) দুপুরে বার্ন ইউনিটের তৃতীয় তলার সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, অবরোধে সহিংসতার শিকার অগ্নিদগ্ধ ৮৬ জন রোগী এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫০ জন। তাদের মধ্যে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন ৪ জন রোগী। যেখানে রয়েছেন গত ২৪ জানুয়ারি (শুক্রবার) রাতে যাত্রাবাড়ীতে অগ্নিদগ্ধদের একজন। আর ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
এতে জানানো হয়, হাসপাতালে এ পর্যন্ত অবরোধে সহিংসতার শিকার অগ্নিদগ্ধ ৫ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে একজনের মৃত্যু হয় জরুরি বিভাগে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খোন্দকার জানান, বার্ন ইউনিটে রোগীর ধারণ ক্ষমতা ৩০০ জনের। বর্তমানে সেখানে রয়েছে ৫০০ জন। প্রয়োজনের তুলনায় ডাক্তারের সংখ্যাও কম। তারপরও আমরা সবাইকে সুস্থ করে তোলার যথাসাধ্য চেষ্টা করছি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, জরুরি ভিত্তিতে ১০০ জনের চিকিৎসার প্রস্তুতিও হাসপাতালের রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডা. সামন্ত লাল সেন, ডা. আবুল কালাম, ডা. রায়হানা আউয়াল ও ডা. পার্থ শংকর পাল