গাজীপুর: ৭০০ বছরের পুরনো পাল বংশের ৫৩ বিঘার পুকুর “বড়দিঘি” এখনো পর্যটক ডাকে।।
প্রায় ৭০০’ শ বছর আগে পাল বংশের আমলে খনন করা পুকুর। ১৭. ৬৬ একর মানে প্রায় ৫৩ বিঘার এই পুকুরের নাম কর্ণপুর বড় দিঘি। পাল বংশের রাজা ইন্দ্রব পালের ছেলে আদিত্য পালের নামে শ্রীপুরে ওয়াইদ্যা পুকুর নামে আরেকটি পুকুর আছে। আদিত্য পালের ছেলে কর্নপাল। এই কর্ণপালের নাম অনুসারে শ্রীপুর উপজেলার একটি গ্রামের নাম কর্ণপুর গ্রাম। কর্ণপুর গ্রামে অবস্থিত এই বড় পুকুরের নাম কর্ণপুর বড় দিঘি। এই কর্ণপুর বড় দিঘির পাড়ে এখনো কর্ণপালের জমিদার বাড়ির ধ্বংসাবশেষ বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। গাজীপুর জেলা শহর, শ্রীপুর ও কাপাসিয়া উপজেলা শহর থেকে সর্বোচ্চ ১ ঘন্টার রাস্তা গেলেই পাশেই পড়বে ৭০০বছরের এই নিদর্শন। শীতলক্ষা নদীর তীড় সংলগ্ন পাল বংশের কর্ণপুর বড় দিঘি সব সময় পর্যটক ডাকে। সরকারী সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে লোক চক্ষুর অন্তরালে পরিত্যক্ত হয়ে যাচ্ছে পাল বংশের মূল্যবান নিদর্শন।