তিনদিনের সরকারী সফরে ভারত পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। স্থানীয় সময় সকাল ৯.৪০ মিনিটে দিল্লি বিমানবন্দরে পৌঁছে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান। বারাক ওবামাকে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানাতে এ সময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। মূলত, ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকতে ভারতে এসেছেন বারাক ওবামা। তবে তার তিন দিনের এ সফরে নিরাপত্তা, প্রতিরক্ষা, পারমাণবিক, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হবার কথা রয়েছে দু’ দেশের মধ্যে। উল্লেখ্য, বারাক ওবামাই হচ্ছেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি ভারতের প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন। কিছুক্ষণ পর তাকে স্বাগত জানানো হবে ভারতের রাষ্ট্রপতি ভবনে। সেখানে সরকারের সিনিয়র মন্ত্রীরা ইতোমধ্যেই উপস্থিত রয়েছেন। রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। হায়দারাবাদ হাউসে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠক হবে মোদি ও ওবামার।