নাটকীয় জয়ে নকআউটে বেলজিয়াম

Slider খেলা টপ নিউজ সারাবিশ্ব

48633_sp
গ্রাম বাংলা ডেস্ক: ডি বক্সের মধ্যে থেকে বেলজিয়ামের ডিভকের নেয়া শট রাশিয়ার জালে প্রবেশ করছে। ৮৮ মিনিটে ডিভকের করা গোলেই বেলজিয়াম জয়ী হয় : এএফপি
মেসির পর কোসা জাদু। এই দুই ফুটবলারের দখলেই যায় ব্রাজিল বিশ্বকাপের ১১তম দিনটি। মেসি ও কোসা মুহূর্তের ম্যাজিকেই ওলট-পালট করে দেন ৯০ মিনিটের দু’টি ম্যাচের চিত্রনাট্য। ওই দুই সুপারস্টারের স্মরণীয় নৈপুণ্যের উত্তাপ গতকালও দেখা মিলল রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। তবে আলোচিত কোনো ফুটবলার নতুন করে শিরোনাম দখলে নেননি! বরং অখ্যাত তরুণ ডিভক অরিগি পার্থক্য গড়ে দিলেন এইচ গ্রুপের রাশিয়া-বেলজিয়াম হাইভোল্টেজ ম্যাচে। নিশ্চিত ড্র’র দিকে এগোতে থাকা লড়াইয়ে ফলাফল গড়ে দেন তিনি। মাত্র ১৯ বছর বয়সী ডিভকের গোলেই ১-০ ব্যবধানে রাশিয়াকে হারিয়ে দেয় এবারের বিশ্বকাপের আলোচিত দল বেলজিয়াম। টানা ২ জয়ে দলটির নকআউটে খেলাও নিশ্চিত হলো ১ ম্যাচ বাকি থাকতে।
বেলজিয়ামকে শুধু ম্যাচই জেতাননি ডিভক। ব্রাজিল বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ডও গড়েন তিনি। তার শেষ মুহূর্তের গোলে মান রক্ষা হয় বেলজিয়ামের। আলোচিত দলের তকমা গায়ে থাকলেও দলটির মাঠের নৈপুণ্য হতাশ করল ভক্তদের। আলজেরিয়ার বিপক্ষেও হ্যাজাড-লুকাকুদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। যদিও তারা প্রথমে পিছিয়ে পড়ার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হন কোচ মার্ক উইলমটসের বদলি বাজিমাতে।
রাশিয়ার বিপক্ষেও বেলজিয়ামের শেষরক্ষা হলো ৫৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ডিভকের গোলে। এ নিয়ে টুর্নামেন্টের বেলজীয়দের ৩ গোলই এল বদলি ফুটবলারদের থেকে। অথচ দলটির প্রথম একাদশে তারকা খেলোয়াড়ের কোনো অভাব নেই। চেলসির হ্যাজাড, এভারটনের লুকাকু ও ম্যানসিটির ভিনসেন্ট কোম্পানিকে এক নামেই চেনেন হাজারো ভক্ত। কিন্তু তারা কেউই দলের প্রয়োজনে নেতৃত্ব দিতে পারেননি। বাধ্য হয়েই কোচ শরণাপন্ন হলেন ডিভকের। লুকাকুকে উঠিয়ে তরুণ এই স্ট্রাইকারকে মাঠে নামান উইলমটস। কোচের দেয়া সুযোগের শতভাগ সদ্ব্যবহারই করেন ডিভক। রাশান ডি-বক্সের মধ্যে তাকে ক্রস দেন হ্যাজাড। তিনি ঠাণ্ডা মাথায় বল জালে ঠেলে উৎসবে মেতে উঠেন। তার এ গোলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ম্যাচে রাশিয়াকে হারিয়ে দেয় বেলজিয়াম। ২০০২ সালে তারা জয়ী হয়েছিল ৩-২ গোলে। সেবার বেলজীয়দের পক্ষে শেষ গোলটি করেন বর্তমান কোচ উইলমটস। এবার কোচ হিসেবেও তিনি জয়ী হলেন ডিভকের গোলে। বেলজিয়ামের কাছে পরাজয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার রেসে পিছিয়ে পড়ল রাশিয়া। নিজেদের শেষ ম্যাচে দলটি মুখোমুখি হবে আলজেরিয়ার। ২ ম্যাচে রাশানদের সংগ্রহ ১ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *