২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও দেশব্যাপী ৩৬ ঘণ্টা হরতালের সাথে বগুড়ায় আজ সকাল ৬টা থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টা হরতাল। হরতালের সমর্থনে সকালে বিভিন্ন পয়েন্টে মিছিল, সমাবেশ, পিকেটিং করেছে বিএনপি ও জামায়াত। ব্যবসায় প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া অবরোধের কারণে মহাসড়কেও কোনো যানবাহন নেই। পুলিশ পাহারায় দিনের বেলা কিছু যানবাহন চালানো হলেও রাতের বেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে হরতালের আগে শনিবার রাত ৭টার দিকে শহরের কলোনী এলাকায় পুলিশের গাড়ি লক্ষ করে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এতে একজন পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।
অপরদিকে রাত ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের নয় মাইল এলাকায় একটি পণ্যবাহি ট্রাকে অগ্নিসংযোগ করলে চালক ও হেলপার আগুনে দগ্ধ হন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।