গাজীপুর: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ গাজীপুর জেলা শাখার উদ্যোগে মরহুম আল্লামা শাহ আহমদ শফী জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার গাজীপুর মহানগরের বাসন থানার খালেকিয়া মাদ্রাসায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সকাল দশটা থেকে নিয়ে দুপুর একটা পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা সভা চলে।
জেলা সভাপতি মুফতি মাসউদুল করিম এর সভাপতিত্বে, জেলা সেক্রেটারী মাওলানা ফজলুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুফতি লেহাজ উদ্দিন ভূইয়া, মুফতি আতাউর রহমান, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা গোলাম মাওলা, মাওলানা আশিক মুস্তাফা, মুফতি ইমদাদুল্লাহ প্রমূখ।
বক্তারা আল্লামা আহমদ শফী রহঃ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এবং উনার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন। সবার শেষে মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।