মালয়েশিয়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মরদেহ মালয়েশিয়া থেকে বাংলাদেশে আনতে সেখানে পৌঁছেছেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। তার সঙ্গে রয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। তারা কোকোর জানাজা নামাজে অংশ নেবেন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে আরাফাত রহমান কোকোর প্রথম নামাজে জানাজা। এরপর সোমবার (২৬ জানুয়ারি) কোকোর মরদেহ বাংলাদেশে আনা হবে।
বর্তমানে কোকোর মরদেহ মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়া হাসপাতালে রাখা হয়েছে। মালয়েশিয়া বিএনপি সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়েই কোকোর জানাজা অনুষ্ঠিত হবে। এ জন্য সব রকম প্রস্তুতি তারা নিয়েছেন।
এদিকে, কোকোর মরদেহ বাংলাদেশে পাঠাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে মালয়েশিয়া বিএনপি। মরদেহ নিয়ে শামীম ইস্কান্দার ও বিএনপি প্রতিনিধি দল দেশে ফিরবেন। তবে কোকোর মরদেহ দেশে নিয়ে এসে কোথায় দাফন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে পারিবারিক বৈঠকের পর।