গ্রাম বাংলা ডেস্ক: দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে আলজেরিয়া। বড় ব্যবধানে হারলেও দক্ষিণ আফ্রিকা ফিরে আসার দারুণ চেষ্টা করেছিল। প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়েও দার“ণভাবে খেলায় ফিরেছিল দক্ষিণ কোরিয়া। তবে শেষপর্যন্ত ৪-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে এশিয়ার প্রতিনিধিদের। ১৯৮২ সালের পর বিশ্বকাপে প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে আলজেরিয়া।
প্রথমার্ধে বলার মতো কোনো আক্রমণই চালাতে দেখা যায়নি কোরিয়াকে। রক্ষণও ছিল অগোছালো। সেই সুযোগটা আলজেরিয়া খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে। ২৬ মিনিটে কার্ল মেজানির দার“ণ একটি পাস থেকে বল পেয়ে গোল করেন ইসলাম স্লিমানি। দুই মিনিট পরেই ব্যবধান বাড়িয়ে দেন রফিক হালিচে। আবদেলমুমেন জাবুর ক্রস থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন এই আলজেরিয়ান ডিফেন্ডার। ৩৮ মিনিটের মাথায় জাবু নিজেই করেন দলের তৃতীয় গোলটি।
দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরীয়া হয়েই মাঠে নেমেছিলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। প্রথম গোলটির জন্য খুব বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি তাদের। ৫০ মিনিটে গোল করেন হিউং-মিন সন। ৬২ মিনিটে আবারও ব্যবধান বাড়িয়ে দেন আলজেরিয়ার ইয়াসিন ব্রাহিমি। স্লিমানির সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে দার“ণভাবে কোরিয়ার জালে বল জড়িয়েছেন এই মিডফিল্ডার। ৭২ মিনিটে কোরিয়ার পক্ষে দ্বিতীয় গোলটি করেছেন কু জা-চেওল।
দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়ার আরো দুইটি গোলপ্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় র“খে দিয়েছেন আলজেরিয়ার গোলরক্ষক রাইস এমবোলহি।
আজকের এই জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা ভালোভাবেই টিকিয়ে রেখেছে আলজেরিয়া। বেলজিয়াম সবার আগেই নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড। দুই ম্যাচ শেষে আলজেরিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট। দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার ঝুলিতে জমা হয়েছে এক পয়েন্ট।