যারা আন্দোলন করছেন, তারা আওয়ামীলীগের কেউ না– আজমত উল্লাহ খান

Slider টপ নিউজ

টঙ্গী: গাজীপুর মহানগর আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠন ও বাতিলের আন্দোলন প্রসঙ্গে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান গণমাধ্যমকে বলেন, যারা আন্দোলন করছেন তারা আওয়ামী লীগের কেউ না। এরা সহযোগী সংগঠনের নেতাকর্মী। আওয়ামী লীগের পদ-প্রত্যাশী কেউ আন্দোলন করেনি। তিনি বলেন, আমরা বিষয়টি কেন্দ্রে জানিয়েছি। দলের হাইকমান্ড এ বিষয়ে ব্যবস্থা নেবে।

এদিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদ্য ঘোষিত ৩৯টি ওয়ার্ডের কমিটি বিলুপ্তির দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল রয়েছে গাজীপুর। ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে কমিটি বিলুপ্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের পদবঞ্চিত নেতাকর্মীরা মিছিল নিয়ে টঙ্গী থানা আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ে সমবেত হন। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড ও থানার যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে টঙ্গী স্টেশন রোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে বসে ‘অবৈধ কমিটি মানি না- মানব না, টাকার বিনিময়ে কমিটি মানি না- মানব না, পকেট কমিটি মানি না- মানব না’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের দুই পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। দীর্ঘ যানজটে পড়ে অনেকেই পায়ে হেটে নিজেদের গন্তব্যে রওনা হন।

বুধবার সন্ধ্যায় গাজীপুর শহরেও কমিটি বাতিলের দাবিতে মিছিল সমাবেশ হয়।


এর আগে গত রবিবার সন্ধ্যায় মহানগরীর ১৯ নম্বর থেকে ৫৭ নম্বর পর্যন্ত ৩৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক (গাসিক মেয়র) জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ঘোষিত ওয়ার্ড কমিটিতে ‘দুঃসময়ের’ ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ‘নব্য ও হাইব্রিড’ নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে। মহানগরের ৭৫ সদস্যের কমিটির ৭৩ জন নেতার মতামত না নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পছন্দের লোকদের দিয়ে কমিটি গঠন করেছেন। অনতিবিলম্বে এই ‘পকেট কমিটি’ বিলুপ্ত করে দুর্দিনের ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন করে কমিটি ঘোষণার দাবি জানান নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *