মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় ইমারত নির্মাণ আইনে মোবাইল কোর্টের মাধ্যমে মোস্তফাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আদালত পাড়ায়, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসমত আরা, মোবাইল কোর্ট পরিচালনা করে, স্থানীয় মোস্তফাকে- চারতলা ভবন নির্মাণের পূর্বে নকশার অনুমোদন না নেয়া এবং বিল্ডিং কোর্ড না মেনে কাজ করার জন্য, তার প্রতিবেশী এবং পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হওয়ায়, ইমারত নির্মাণ আইন- ১৯৫২ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।