স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক বাদলের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ তাকে ঢাকা মেট্টোপুলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তুরাগ থানার পৃথক দুই মামলায় তার সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় মামলা দুটি দায়ের করা হয়।
রিমান্ড আবেদন শুনানিকালে তার আইনজীবী জি এম মিজানুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্টোপুলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে আবদুল মালেককে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইলফোন উদ্ধার করা হয়। গাড়িচালক আবদুল মালেকের রয়েছে বিপুল সম্পত্তি। রাজধানীতে রযেছে ২৪টি ফ্ল্যাটবিশিষ্ট সাত তলার দুটি বিলাসবহুল বাড়ি, ১২ কাঠার প্লট।
এছাড়া হাতিরপুলে ১০ তলা ভবনের নির্মাণকাজ চলছে।