হাটহাজারী (চট্টগ্রাম): হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই হাটহাজারী মাদ্রাসামুখী মানুষের স্রোত লক্ষ্য করা গেছে। শুধু চট্টগ্রাম নয় দেশে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন লাখো ভক্ত অনুসারীরা। সকাল ৯টায় আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ হাটহাজারী মাদ্রাসায় এসে পৌঁছায়।
এদিকে আল্লামা শফীর জানাযায় যোগ দিতে আসা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বাস স্ট্যান্ড থেকে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃংখলা বাহিনী। পুরো এলাকা জুড়ে বাড়ানো হয়েছে আইনশৃংখলা বাহিনীর তৎপরতা। মোতায়েন রাখা হয়েছে র্যাব ও পুলিশ সদস্য।
সিলেট থেকে আসা মাওলানা আকবর নামে এক ব্যক্তি বলেন, হুজুরের ইন্তেকালের খবর শুনে জানাযায় যোগ দিতে রাতেই রওনা দিয়েছি। সকালে এসে পৌঁছেছি হাটহাজারীতে। বাসস্ট্যান্ড থেকে পুরো এলাকায় গাড়ি চলাচল বন্ধ। অনেকটা পথ হেঁটে মাদ্রাসায় যেতে হচ্ছে।।