মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর জেলার চৌরাস্তা কাঁচাবাজার এলাকায় পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করার পাশাপাশি মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুর জেলার চৌরাস্তা কাঁচাবাজার এলাকায় পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরকার, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ এবং জেলা বাজার কর্মকর্তা উক্ত বাজার মনিটরিং বা পরিদর্শন করেছেন।
এ সময় পেঁয়াজের দাম স্থিতিশীল রাখা, ক্রেতার সামনে মূল্য তালিকা প্রদর্শন করা সহ বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলতে বিশেষ নির্দেশনা প্রদান করার পাশাপাশি মোবাইল কোর্টে পেঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনজন দোকানীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উক্ত অভিযান পরিচালনায় ব্যাটালিয়ন আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা করেছেন।