রাতে মাঠে নামছেন মেসি, রোনালদো

Slider খেলা

 

 

Real_Madrid_bg_868188243

ছবি: সংগৃহীত

 
ঢাকা: লা লিগায় আজ রাতে মাঠে নামবে স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আনচেলত্তির শিষ্যরা মুখোমুখি হবে অপেক্ষাকৃত দুর্বল দল কর্দোভার। অপর ম্যাচে আরেক স্প্যানিস জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে এলচে।

শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রতিপক্ষের মাঠ এস্তাদিয়ো নুয়েভোতে মাঠে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। আর রাত ১১ টায় লিওনেল মেসিদের বার্সা এলচের মাঠে আতিথ্য নেবে।

লা লিগায় প্রথম লেগে কর্দোভার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু করেছিল রিয়াল। ২-০ গোলের জয় নিয়ে সে ম্যাচটি জিতলেও পরের দুই ম্যাচে হেরেছিল আনচেলত্তির শিষ্যরা। তবে, তারপরই জেগে উঠে রিয়াল।

এ ম্যাচেও জয় ভিন্ন কিছু চিন্তা করছে না রিয়াল মাদ্রিদ। কারণ এ ম্যাচে হারলে আর বার্সা তাদের নিজেদের ম্যাচ জিতলে রিয়ালকে ছেড়ে দিতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি। ১৮ ম্যাচে ১৫টি জয় আর তিনটি হার নিয়ে রিয়ালের সংগ্রহ সর্বোচ্চ ৪৫ পয়েন্ট।

এদিকে, নিজেদের ম্যাচে বার্সাও জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছে না। দলের প্রাণভোমরা খ্যাত আর্জেন্টাইন তারকা মেসি রয়েছেন গোলের মাঝেই। আর এলচের বিপক্ষে মাঠে নামার আগে কাতালানরা জয় পেয়েছে কোপা দেল রে’র নতুন বছরের সব ম্যাচে।

লা লিগার ম্যাচে তারা হারিয়েছে আরেক ফেভারিট অ্যাতলেতিকো মাদ্রিদকে। কোপা দেল রে’র ম্যাচেও অ্যাতলেতিকোর বিপক্ষে জয় পেয়েছে বার্সা।

লা লিগায় ৪৪ পয়েন্ট নিয়ে রিয়ালের নিচেই রয়েছে লুইস এনরিকের শিষ্যরা। ১৪ জয়ের পাশাপাশি দুটি ড্র আর তিনটি হার নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে ১৯ ম্যাচ খেলা বার্সেলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *