ঢাকা: মেয়াদ শেষের তিন মাস আগেই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। কমবে জনপ্রতিনিধিদের ছুটি। এমন পথেই এগোচ্ছে সরকার। এসব বিষয় থাকছে স্থানীয় সরকার আইন, ২০২০-এ। এই আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়ার ফলে নতুন আইনটি পাস হলে নির্বাচন তিন মাস আগে হবে। শপথ নেওয়ার পর ১৫ কার্যদিবসের মধ্যে দায়িত্ব¡ নেবেন জনপ্রতিনিধিরা।
আগে ছয় মাস আগে নির্বাচন করতে হত। তখন শপথে অনেক দিন অপেক্ষা করতে হয়। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এমন তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, এ আইন অনুযায়ী সিটি নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা বছরে তিন মাসের বদলে এক মাস ছুটি পাবেন।