সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাধীন ১১ নং শোলাকুড়ী ইউনিয়নের পেগামারী গ্রামে দীর্ঘদিন যাবৎ এই জমিতে আদিবাসীরা বংশপরম্পরায় বসবাস ও চাষাবাদ করে আসছেন।
সোমবার (১৪ ই সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১০ টায় বিনা নোটিশে বন বিভাগের সহকারী কমিশনার জামাল হোসেন তালুকদারের নেতৃত্বে বাসন্তী রেমার ৪০ শতাংশ জমিতে আবাদি ফসল কলা গাছ (যার মূল্য ৩ লক্ষ টাকা) কেটে ফেলা হয়েছে। ফসল কাটা ও জোড়পূর্বকভাবে জমি দখলের চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর কেন্দ্রীয় সংসদের সভাপতি জন যেত্রার নেতৃত্বে স্থানীয় আদিবাসী জনতা বনবিভাগের দোখলা বিট অফিস ঘেরাও কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে।
আদিবাসী নেতৃবৃন্দরা দাবি করেন, “অবিলম্বে বন বিভাগের সহকারী কমিশনারকে প্রত্যাহার করতে হবে এবং ক্ষতিগ্রস্থ বাসন্তী রেমাকে যথাযথ ক্ষতিপূরণ সহ যারা এই কাজে যুক্ত তাদের সকলকে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) সহ সমমনা বিভিন্ন সংগঠন ও স্থানীয় আদিবাসী জনতাকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।”