গাজীপুর: গাজীপুর জেলার জয়দেবপুর থানার ইন্সপেক্টর(ওসি তদন্ত) আফজাল হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র সংবাদটি নিশ্চিত করেছেন। তবে কি কারণে ক্লোজড করা হয়েছে, তা বলেনি সূত্র।
জানা গেছে একটি সংবাদকে কেন্দ্র করে আফজাল হোসেন তিন সাংবাদিককে ধরে ডিজিটাল আইনে মামলা দিয়ে কারাগারে পাঠায়। এরপর রিমান্ডে নেয়। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে ওই তিন সাংবাদিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিমান্ডে নির্যাতনের লোমহর্ষক বর্ননা দেয়। বর্ননায় তারা আফজাল হোসেনের বিরুদ্ধে গুরুতর ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ করেন। পানির পরিবর্তে পস্রাব খাওয়ানো হয়েছে বলেও নির্যাতিত সাংবাদিকদের বর্ননায় উঠে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল সূত্র জানায়, সকল বিষয় সুস্ঠু তদন্তের স্বার্থে আফজালকে আপাতত ক্লোজড করা হয়েছে।