বরিশাল: বরিশালের উজিরপুরে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে আ্যম্বুলেন্সের ৬ যাত্রী নিহত হয়েছেন।
আজ বুধবার এই ঘটনা ঘটে।
শিশুর মরদেহ নিয়ে আসছিল অ্যাম্বুলেন্সটি। যাত্রী ছিল ৬ জন। কিন্তু ঝালকাঠী ফেরা হলো না তাদের। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ৬ জনই নিহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে বাস, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ঘটে। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহতদের পরিচয় জানতে পারেনি।
উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, ঢাকা থেকে শিশুর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি ঝালকাঠির উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনা কবলিত স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস।
ওই সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মুহুর্তেই অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। অ্যাম্বুলেন্সে থাকা সকল যাত্রী নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সংবাদ পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা অ্যাম্বুলেন্সের মধ্যে আটকে পড়া মরদেহগুলো উদ্ধার করে। তবে এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।