মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে জয়দেবপুরের লক্ষীপুরা এলাকায় মোবাইল কোর্টে দুটি ফার্মেসীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাজীপুরে জয়দেবপুরের লক্ষীপুরা এলাকায়, গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ, মোবাইল কোর্ট পরিচালনা করে সর্দার মেডিকেল হল ও মায়ের দোয়া ফার্মেসী’কে, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, ড্রাগ লাইসেন্স না থাকা এবং ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায়, দুটি মামলায় ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
উক্ত অভিযান পরিচালনা করতে সার্বিক সহায়তায় ছিলেন, গাজীপুর জেলা ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা।