মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরে জেলার টঙ্গী রেলস্টেশন এলাকায় মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাজীপুরে জেলার টঙ্গী রেলস্টেশন এলাকায়, গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ, মোবাইল কোর্ট পরিচালনা করে গাজা ও ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য সেবন এবং বহন করার অপরাধে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮” অনুযায়ী ৩টি মামলায় ৩ জনের মধ্যে দুইজনকে ৬ মাস করে এবং একজনকে ৫ মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
মোবাইল কোর্টে ১ কেজি ৪ শত ২০ গ্রাম গাজা, ২টি ইয়াবা ট্যাবলেট এবং ১ বোতল ফেন্সিডিল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
উক্ত অভিযান পরিচালনা করতে সার্বিক সহায়তায় ছিলেন, গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা।