তারেক রহমান
ঢাকা: সদ্য প্রয়াত ছোটো ভাই আরাফাত রহমান কোকোকে দেখতে লন্ডন থেকে মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার দুপুরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে কোকোর মৃত্যুর ঘণ্টা চারেক পর তারেক রহমানের ঘনিষ্ঠ এক সূত্র এ খবর নিশ্চিত করে।
সূত্র জানায়, লন্ডনের ভাড়া বাড়িতে অবস্থানরত তারেক মৃত্যু সংবাদ শোনার পর শোকে ম্যুহমান হয়ে পড়েন। মা খালেদা জিয়ার সঙ্গে দফায় দফায় ফোনে কথা বলছেন তিনি।
সূত্র বলছে, তারেক মালয়েশিয়ায় গিয়ে কোকোকে দেখার পর সোমবার মরদেহ ঢাকায় আনা হবে।